বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

মোল্লাহাটে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত 

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি

মোল্লাহাটে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত 

বাগেরহাটের মোল্লাহাটে উপজেলা পর্যায়ে ২দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে, উপজেলা শিল্পকলা একাডেমি চত্বরে গত সোমবার মেলা উদ্বোধন করা হয়। 

মঙ্গলবার (২৩ জানুয়ারি) পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শোভন সরকার। 

অন্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী (কমিশনার ভূমি) তাহমিনা সুলতানা নীলা, ভাইস চেয়ারম্যান মো. সেলিম মোল্লা, কুষি কর্মকর্তা অনিমেষ বালা, মৎস্য কর্মকর্তা মো. আ. সালাম, প্রাণিসম্পদ কর্মকর্তা আশাদুজ্জামান শুভ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্ত মো. মফিজুর রহমান, ওসি (তদন্ত) মো. আশ্রাব আলী, নির্বচন কর্মকর্তা ইসহাক প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন। 

টিএইচ